মনের কষ্ট

কষ্ট (জুন ২০১১)

মৌশুমি আক্তার শিমুল
  • ৩৯
  • ১০৫
কোন দিন ভুলতে পারবোনা আমি তোমায়
যত পার অভিমান আঘাত দও আমায়।
তোমার সৃতি গুলো মনে পরে বার বার,
যদি তুমি কষ্ট দিবে আমাকে,
তবে কেন দিলে তোমার মন?
আমার অবুজ ভালবাসা
এখন কাদায় সারাক্ষণ।
হয়তো একদিন হারিয়ে যাব
পৃথিবীর বুকে তুমি পাবে শুধু সৃতি।
তোমাকে বড় ভালবাসি তাই
এ জীবনে মেনেছি তুমি প্রেম তুমি প্রীতি?
তোমায় ভুলের স্রোতে ভাসছে মন
ব্যর্থ মানুষের করনা এক জন
তুমি কি জান না ভালবাসি কত
দিওনা আর কষ্ট অবিরত
কষ্ট দুঃখ কাকে বলে যান কি ?
অসহায় মনের চাপা ব্যথায় নষ্ট করে মন,
জীবন হয় বড় একা কী
তুমি ভালবাসা নিয়ে ছলনাতে করনা কোন প্রবঞ্চনা,
তোমার বিরহ ব্যথা প্রাণে সয়না,
তোমার আমার এই ভালবাসা নেই সংশয়
মনে রেখ আমাদের হবেই জয়
অসীম ভালবাসা দও তুমি আমায়
পৃথিবীর ধ্বংসের আগেও
আমি ভালবাসবো তোমায়
জানি অনেক কষ্ট সইতে হবে আময় ।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
সালমা Mahmud অনেক ভাল লিখেছেন ......................
ম্যারিনা নাসরিন সীমা ভাল । তবে সামনে আরও ভাল হবে আশা রাখি । শুভ কামনা ।
উপকুল দেহলভি অসীম ভালবাসা দও তুমি আমায় পৃথিবীর ধ্বংসের আগেও আমি ভালবাসবো তোমায় জানি অনেক কষ্ট সইতে হবে আময় । কবিতাটি খুব ভালো লাগলো; আপনাকে আমার ঘরে আমন্ত্রণ;
শাহ্‌নাজ আক্তার আহারে ছোট বোনটি আমার এই ছোট মনে এত ভালবাসার কষ্ট বাসা বেধেছে ...দাওনা ওসব ঝেড়ে - ঝুরে ফেলে ,সামনে যে তোমার সোনালী সুদিন ...তবে কবিতা তোমার কিন্ত ভালো হযেছে .
সূর্য কবিতার গল্প ঠিক হয়েছে, এবার ছন্দে/তালে মনযোগ বেশি দিতে হবে। তাহলেই কবিতা পরিপূর্ণ হবে। চেষ্টাটা চলতে থাকুক। এক সময় অসাধারন কিছু বেরিয়ে আসেবই..............
মামুন ম. আজিজ সরল সাজা প্রেমোস্পন্দন
Muhammad Fazlul Amin Shohag কোন দিন ভুলতে পারবোনা আমি তোমায় যত পার অভিমান আঘাত দও আমায়। তোমার সৃতি গুলো মনে পরে বার বার, যদি তুমি কষ্ট দিবে আমাকে, তবে কেন দিলে তোমার মন? আমার অবুজ ভালবাসা এখন কাদায় সারাক্ষণ। Hi Valobasa. Mon Mane Na Tobo Moon Takei Chai, Dowa Kori Tomer moner Valobasa Fire Asok
মোঃ ইকরামুজ্জামান (বাতেন) আলহামদুলিল্লাহ ভালো একটি কবিতা ।
মনির মুকুল আরো পরিশ্রম করতে হবে, মনোযোগি হয়ে অন্যদের লেখা বেশি বেশি পড়তে হবে। শুভকামনা থাকলো......
ওবাইদুল হক পৃথিবীর ধ্বংসের আগেও আমি ভালবাসবো তোমায় ---- এত খানি ভালবাসা নাহি চাই । যে ভালবাসার মাঝে মিথ্যে আছে হাই । আমি বাস্তবতা চাই , তুমি কত টুকু ভালবাস আমায় । শিমুল কি লিখলাম বুঝতে পারছ মনে হয় । কোন দিনের ঘটনা মনে পড়ে । তুমি কি এতই ভালবাসতে পার তাতো আগে জানতামনা । তবে কষ্টে বেশি বুকে চেপে রেখোনা । সেটা তোমার বোকামী । তোমার কবিতায় তুমি কিছু পাওয়ার যোগ্য অবশ্যই । ধন্যবাদ ওবাইদুল ।

০৭ ফেব্রুয়ারী - ২০১১ গল্প/কবিতা: ৭ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

প্রতি মাসেই পুরস্কার

বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।

লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন

  • প্রথম পুরস্কার ১৫০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • তৃতীয় পুরস্কার সনদপত্র।

আগামী সংখ্যার বিষয়

গল্পের বিষয় "ছোটবেলা”
কবিতার বিষয় "ছোটবেলা”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ ডিসেম্বর,২০২৪